JS-OSC is an organization dedicated to providing students, schools and teachers with Open Source Curriculum designed to teach anyone 17+ how to use JavaScript to build a web site, server, mobile app or hardware devices.
Problem solving is the process of finding a solution to a problem. Every problem has a solution, and the process of finding a solution to a problem is called problem solving. In this repository, I used to do practice Basic Programming Problem Solving by JavaScript Bangladesh group.
আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। বর্তমান সময়ে অতি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা গুলোর মধ্যে একটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের ব্যবহার কমবেশ সব ক্ষেত্রেই রয়েছে। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে মোবাইল এপ্লিকেশন এবং ডেস্কটপ এপ্লিকেশনসহ ডেভেলপ করা হচ্ছে। তাছাড়াও মেশিন লার্নিং ও আইরটিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং আরো নানান ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। এই টিউটোরিয়াল গুলির মাধ্যমে জাভাস্ক্রিপ্টের প্রাথমিক ধারণা পাওয়া যাবে। জাভাস্ক্রিপ্টের মূল কনসেপ্ট গুলো কে সহজ উদাহরণের মাধ্যমে বুঝানোর চেষ্টা করা হয়েছে।